ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | ভৈরব নদীতে নৌকা ভ্রমন | খুলনা শহর থাকে দিঘলিয়া এসে বা দৌলতপুর, খালিশপুর বা ফুলবাড়ীগেট নামক স্থানে যেকোন যানবাহনে নেমে ঘন্টাপ্রতি ভাড়াচুক্তিতে নদীতে নৌকাভ্রমন করা যায়। | |
২ | গাজীরহাট ইউনিয়নের গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য | খুলনা শহর থেকে রূপসা জেলখানা ঘাট পার হয়ে বাসে করে 17 কি:মি: এসে কোলাবাজারের পরে আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন কলেজ সংলগ্ন ইউনয়ন পরিষদের সামনে নামলেই দেখতে পারবেন গাজীরহাট ইউনিয়ন পরিষদের গ্রাম্য সৌন্দর্য্য। তাছাড়া সেখান থেকে আরো 11 কি: মি: উত্তর দিকে গেলে সোনাকুড় নামক গ্রামে গোবিন্দ সেবাশ্রম নামে একটি ঐতিহ্য বাহী একটি পবিত্র ধর্মীয় আশ্রম দেখতে পাবেন। |