Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন

ইউনিয়নের সীমানা: উত্তরে বারাকপুর ইউনিয়ন, দক্ষিণে ভৈরব নদী, পশ্চিমে ভৈরব নদী, পূর্বে সেনহাটী ইউনিয়ন।

ক) নাম – ৩নং দিঘলিয়া  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৫.৫ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –২৯,৫১৮ জন।

(পুরুষ সংখ্যা: ১৪,৮৫৪ জন)

(মহিলা সংখ্যাঃ১৪,৬৬৪জন)

ঘ) গ্রামের সংখ্যা – ৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৬ টি।

চ) হাট/বাজার সংখ্যা -১ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – উপজেলা সদর হতে ৩০মিটার দূরে।

জ) শিক্ষার হার – ৪৪% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)।

সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৯টি,

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ৫টি,

মাদ্রাসা: ৫টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – মোঃ হয়দার আলী মোড়ল

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৪/০৫/২০০৫ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ – ১২/০৫/২০১১ইং

২) প্রথম সভার তারিখ –১৪/০৫/২০১১ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –১১/০৫/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

দিঘলিয়া

মহেশ্বরপুর

দেয়াড়া

পানিগাতী

ব্রহ্মগাতী

ফরমাইশখানা

সুগন্ধি

গোয়ালপাড়া

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য –০৯ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।